ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপার সম্মেলনের আহবায়ক কমিটি অন্তর্ভুক্ত আরও ৫ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
জাপার সম্মেলনের আহবায়ক কমিটি অন্তর্ভুক্ত আরও ৫ নেতা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) আসন্ন সম্মেলনকে সামনে রেখে গঠিত আহ্বায়ক কমিটিতে আরও পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

শনিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

অন্তর্ভুক্ত পাঁচ সদস্য হলেন- এজাজ আহমেদ খাঁন (নীলফামারি), সরদার জুয়েল হোসেন (রাজশাহী), কাজী মনির হোসেন রুবেল (গাজীপুর), গাজী আসাদুজ্জামান মাসুম (পিরোজপুর) ও অ্যাডভোকেট সোহেল রানা (গাজীপুর)।  

শনিবার সদস্য সচিব গোলাম মসীহর সুপারিশে উপরোক্ত পাঁচজনকে জাতীয় পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তাদের নাম অনুমোদন দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির আহবায়ক এবং দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

এতে আরও বলা হয়েছে, এরইমধ্যে এ আদেশ কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।