ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘৩০ নভেম্বর থেকেই বাস, ট্রাক, ট্রেন ও হেঁটে মানুষ পৌঁছাবে রাজশাহীর মাদরাসা মাঠে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
‘৩০ নভেম্বর থেকেই বাস, ট্রাক, ট্রেন ও হেঁটে মানুষ পৌঁছাবে রাজশাহীর মাদরাসা মাঠে’

রাজশাহী: আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তারা খড়কুটোর মতো উড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।

শনিবার (১২ নভেম্বর) সকালে নাটোর শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিনু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে ৩০ নভেম্বর থেকে বাস, ট্রাক, ট্রেন ও পদব্রজে মানুষের বাঁধভাঙা স্রোতে রাজশাহীর মাদরাসা মাঠই শুধু নয়, পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে খড়কুটোর মতো উড়ে যাবে। নাটোর জেলা বিএনপির দুর্গ। তাই আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণ সমাবেশে নাটোর জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ লাখ খানেক জনতা অংশ নেবে।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, নেতাকর্মীরা চিড়া, মুড়ি, গুড় ও পানি নিয়ে সমাবেশ উদ্দেশ্যে যাবেন। কোনো বাধাকেই আমরা বাধা মনে করছি না।

এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ প্রমুখ।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।