ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাদশার রাজনৈতিক জীবনের ৫০ বছর!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
বাদশার রাজনৈতিক জীবনের ৫০ বছর! ফুলের তোড়া নিচ্ছেন ফজলে হোসেন বাদশা।

রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ মানুষের ফজলে হোসেন বাদশা ৭০ বছর বয়সে পদার্পণ করলেন। সেই সাথে তিনি তার রাজনৈতিক জীবনের ৫০ বছরে পা রাখলেন।

ফজলে হোসেন বাদশার রাজনৈতিক জীবনের ৫০ বছরপূর্তি উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এতে ওয়ার্কার্স পার্টির এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শুরুতে ‘ওঁরাও’ ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে ফজলে হোসেন বাদশাকে মঞ্চে নিয়ে আসেন।

পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মঞ্চে এসে ফুল দিয়ে বাদশাকে শুভেচ্ছা জানান।

প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোহাম্মদ আব্দুল হাদী।  

অনুষ্ঠানে ওয়ারকার্স পার্টির নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।