ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির গণসমাবেশে সক্রিয় শাবিপ্রবি ছাত্রদল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
সিলেটে বিএনপির গণসমাবেশে সক্রিয় শাবিপ্রবি ছাত্রদল

শাবিপ্রবি (সিলেট): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট বিভাগীয় গণসমাবেশ এর মূল পর্ব অনুষ্ঠিত হচ্ছে শনিবার (১৯ নভেম্বর) বেলা ২টা থেকে। এ সমাবেশকে সফল করতে সক্রিয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী ছাত্রদলের শাবি শাখার সভাপতি এম এ রাকিব।

তিনি বলেন, সিলেটের গণসমাবেশ উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবধরনের প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে শহরের বিভিন্ন পয়েন্ট ও বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচার করা হয়েছে। আমরা চেষ্টা করছি সিলেট গণসমাবেশকে সফল করতে।  

এরআগে এ সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৮ নভেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেট প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা সরকার জসীম উদ্দিন সম্রাট, শাবিপ্রবি ছাত্রদল সভাপতি এম এ রাকিব, দপ্তর সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন রিয়াদ, মোফাস্সির মওদুদ, রাহাত জামান, নাইম সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।