ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়া জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বগুড়া জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবি

বগুড়া: কেন্দ্রীয় কমিটির প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি বাতিলের দাবি করেছেন জেলার ১৫টি ইউনিটের নেতারা।
 
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা।

বগুড়া জেলায় ১২টি উপজেলাসহ বিভিন্ন কলেজে ছাত্রলীগের ১৯টি ইউনিট রয়েছে। এরমধ্যে আদমদীঘি ও সোনাতলা উপজেলা এবং সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ ও গাবতলী ডিগ্রি কলেজে কোনো কমিটি নেই। অপর ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন বলেন, গত ৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করে। সেই কমিটি দেখে শুধু বগুড়ার রাজনৈতিক নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও হতবাক। দুঃসময়ে ও দুর্দিনের ত্যাগী-পরিশ্রমী রাজপথের একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।  

হাইব্রিড এই নতুন মুখদের পদায়ন করার কারণে লাগাতার বিক্ষোভের মাধ্যমে এই অনৈতিক কমিটি বাতিলের দাবি জানানো হয়। আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে বগুড়া জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।  

তিনি বলেন, তাদের কথায় আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু তারা সমাধানে ব্যর্থ হওয়ায় পুণরায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এবং ঘোষিত কমিটিকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় ৷ এই কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি গঠন না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।  

সংবাদ সম্মেলনের নেতারা জানান, কমিটিতে যাকে সভাপতি ঘোষণা করা হয়েছে তিনি গত বছর পূজার সময় মদ্যপ অবস্থায় শহরের চেলোপাড়ায় গণপিটুনিতে আহত হন। সাধারণ সম্পাদককে বগুড়ার রাজনৈতিক অঙ্গণে কেউ চেনে না, বগুড়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তিনি ছাত্রও নন। এছাড়াও এই কমিটিতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, ছিনতাইকারী, সমকামী, অপহরণকারী এমন অভিযোগে অভিযুক্তরা স্থান পেয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শাজাহানপুর উপজেলায় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সরকারি শাহ সুলতান কলেজে শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন, বগুড়া শহর শাখার সভাপতি সুজিত কুমার, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটি বাতিল করে বিষয়টির সুরাহা না করা হলে বগুড়ায় ছাত্রলীগের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।