ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি পৌর বিএনপির দ্বায়িত্বে রব-নজরুল-মীর হোসাইন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
খাগড়াছড়ি পৌর বিএনপির দ্বায়িত্বে রব-নজরুল-মীর হোসাইন 

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে কলাবাগান এলাকায় কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।  

১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর পৌর বিএনপির কমিটিতে সাবেক পৌর কাউন্সিলর আবদুর রব রাজা সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মীর হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।  

এর আগে, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং কবুতর, বেলুন উড়িয়ে কাউন্সিল-২০২২ উদ্বোধন করা হয়।  

কাউন্সিলে খাগড়াছড়ি সদর পৌর বিএনপির সভাপতি জহির আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরি মাস্টার, মো. বেলাল হোসেন, ক্ষেত্র মহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।