ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের শর্টগানের গুলিতে নয়ন মিয়া (১৮) নামে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তার সঙ্গে আসা বন্ধু সোলাইমান ও প্রতিবেশী চাচাতো ভাই মো. সজীব জানান, ২৬ তারিখ কুমিল্লায় বিএনপির সমাবেশ উপলক্ষে তারা বাঞ্ছারামপুরে লিফটের বিতরণ করছিলেন। তাদের সঙ্গে প্রায় দুই থেকে আড়াইশো নেতাকর্মী ছিলেন।  

বাঞ্ছারামপুর থানা সংলগ্ন মোল্লাবাড়ি নতুন ব্রিজে পৌঁছালে পুলিশ তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে কাছ থেকেই শর্টগান দিয়ে গুলি করে পুলিশ। এতে নয়নের পেটে গুলি লাগে। নয়ন ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হন। পরে নয়নকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালে বিএনপির নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলায় লিফলেট বিতরণকালে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নয়ন মারা গেছেন। এছাড়া প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানান, ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন নয়ন। উপজেলার চরশীবপুর গ্রামের রহমতউল্লাহর ছেলে নয়ন।  

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, লিফলেট বিতরণকালে পুলিশ অতর্কিত হামলা করে। এতে নেতাকর্মীরা হতাহত হয়েছেন।  

তবে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে থানায় ইটপাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। থানায় হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।