ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপির সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

রোববার (২০ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল নেতা ও রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভুঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও রূপগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।