ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি এলে দেশের উন্নয়ন থমকে যায়: শেখ হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
বিএনপি এলে দেশের উন্নয়ন থমকে যায়: শেখ হেলাল

নড়াইল: বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থমকে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দিন। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দলীয় নেতাকর্মীদের লুটপাট ও পকেট ভরার কারণে দেশের উন্নয়ন থমকে যায়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে নড়াইল শহরের পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মসূচি ও স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্র বিরোধী কর্মকান্ড প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হেলাল বলেন, আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে। আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। লক্ষ লক্ষ লোকের জনসমাগমে প্রমাণ হবে দেশে কারা থাকবে, বিএনপি জামায়াত নাকি স্বাধীনতার পক্ষের শক্তি।

বিএনপিকে খুনির দল আখ্যা দিয়ে শেখ হেলাল বলেন, বিএনপি হলো খুনীর দল। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন এ দেশের মানুষ ভালো থাকুক। এ দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি পাক। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলছেন।

তিনি আরও বলেন, এই জেলার মাটি আওয়ামী লীগের ঘাঁটি; তা আবারও প্রমাণ হবে। সব সময় এখানে নৌকার জয় হয়। আগামী নির্বাচনে নড়াইলসহ পাশ্ববর্তী জেলার সব আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীই জয়ী হবেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। সভায় জেলার তিন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।