ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

আবারও জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সরকার: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
আবারও জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সরকার: ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে আবারও জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সরকার। বাধা দিয়ে রাজধানীতে ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করা যাবে না, যথাস্থানে সমাবেশ হবে।

সোমবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।  

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে বাধা দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফখরুল ইসলাম বলেন, ঢাকায় ১০ ডিসেম্বরের মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিচ্ছে সরকার। ঢাকায় নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে সরকার। জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠছে, ভয় দেখিয়ে জনগণের মুক্তির আন্দোলনের পথ বাধাগ্রস্ত করতে পারবে না সরকার।

তিনি আরো বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবন অসহনীয় করেছে সরকার, এ সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে উঠবে জনগণ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।