ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেরপুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
শেরপুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

শেরপুর: শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধাদান ও নাশকতামূলক কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে ৬৬ জনের নামীয় এবং অজ্ঞাতপরিচয় ২শ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে আটক ১৫ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে পাঠিয়ে দেন।

মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ মিছিল বের হলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ, ২২টি টিয়ারশেল ও ১০১টি রাবার বুলেট ছুড়ে। এতে সাতজন পুলিশ সদস্য, পথচারী ও বিএনপি নেতাকর্মীসহ কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ দলের ১৫ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শ্রীবরদী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর কবির খান রিয়াদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নালিতাবাড়ীর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানায়, বিএনপির সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ৬৬ জনের নামে এবং ২শ অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।