ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জ উপজেলা আ. লীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বকশীগঞ্জ উপজেলা আ. লীগের কমিটি বিলুপ্ত বকশীগঞ্জ উপজেলা আ. লীগের কমিটি বিলুপ্ত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে। সঙ্গে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন কমিটির সভাপতি হচ্ছেন- শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আজ (সোমবার) বেলা ২ টার দিকে বাকী বিল্লাহ তার ফেসবুকে লিখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হলো। এতে শাহীনা বেগমকে সভাপতি ও বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।