ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার  দেলোয়ার খান

মাদারীপুর: মাদারীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় দেলোয়ার খান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কালিকাপুর গ্রামের বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষক কাজী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

গ্রেফতার দেলোয়ার খান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৃত জাহিদ খানের ছেলে।  

জানা গেছে, সদর উপজেলার ৪৩ নম্বর সাবেক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ৪ বছর ধরে শিক্ষকতা করছেন এনামুল হক। এদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খানের মামাতো ভাই আক্তার খান একই বিদ্যালয়ের সামনে একটি পুরি-সিঙ্গারার দোকান দিয়ে ব্যবসা চালাতেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক।
এ বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দেলোয়ার খান।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন দেলোয়ার খান হঠাৎ ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের সামনে এনামুল হককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চর-থাপ্পর মারে। এসময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন তিনি।  

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক এনামুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।  

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, দেলোয়ার খান আমাদের উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে তার গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।