ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাজধানীর যেসব এলাকায় বুধবার গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
রাজধানীর যেসব এলাকায় বুধবার গ্যাস থাকবে না

ঢাকা: আগামী বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিতাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জরুরি মেরামত কাজের জন্য ঢাকার তেজগাঁও থেকে নতুন বাজার পর্যন্ত এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস। বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়ীরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তাতে আশপাশের এলাকাতেও গ্যাসের ‘স্বল্পচাপ’ বিরাজ করবে।  

এদিকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিতরণ সংস্থা তিতাস।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।