ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুলিয়ায় গ্যাসের ৮ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আশুলিয়ায় গ্যাসের ৮ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৮ শতাধিক বাসা বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে  তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় দুই কিলিমিটার অভিযান চালিয়ে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, আশুলিয়ার ওই এলাকায় একটি প্রভাবশালী মহল বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে অর্থ নিয়ে তিতাসের মূল লাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধভাবে লাইনে গ্যাস সংযোগ দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বুধবার অবৈধ গ্যাস সংযোগগুলো বিছিন্ন করাসহ নিম্ন মানের পাইপ ও রাইজার জব্দ করা হয়।  

এ সময় অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাস সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।