ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাকা: সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগারগাঁও, সাতমসজিদ ও সেনানিবাস গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোওয়াট ভোল্টের (কেভি) সঞ্চালন লাইনের জরুরি মেরামতেরকাজ করা হবে। এতে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো— ধানমন্ডি, আগারগাঁও, সেনানিবাস, শেরেবাংলা নগর, বিজয় সরণিসহ আরও কিছু এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
জিসিজি/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।