ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

চাহিদা অনুযায়ী বিদ্যুত উৎপাদন হচ্ছে না: প্রতিমন্ত্রী এনামুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ৫, ২০১২

মুন্সীগঞ্জ: বিদ্যুত, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার (অব.) মোহাম্মদ এনামুল হক এমপি বলেছেন, দেশে এখনও বিদ্যুত সঙ্কট রয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুত উৎপাদন হচ্ছে না।

চাহিদার ভিত্তিতে বিদ্যুত উৎপাদন ও তা সরবরাহের কাজ চলছে।

শনিবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ সদরের হাতিমাড়া এলাকায় জাপান ফ্রেন্ডশিপ ইকো অ্যানার্জি সিটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বর্তমান সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তা বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এমএম রাজা পুস্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচই সিরো সাভোসিমা, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, কামি ইলেক্ট্রনিক্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান কুজুইচি ইকেদা।

এর আগে জাপান ফ্রেন্ডশিপ ইকো অ্যানার্জি সিটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১২

কাজী দীপু/ সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।