ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঈদের ১২ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
ঈদের ১২ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে মোট ১২ দিন সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

বৃহস্পতিবার (২২ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ঈদের দিনসহ আগের পাঁচ দিন ও পরের সাত দিন মিলে মোট ১২ দিন সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

আগামী ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গত ঈদুল ফিতরের মতো এবারও পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।