ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

খিলগাঁও এলাকায় গ্যাস থাকবে না ৮ ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
খিলগাঁও এলাকায় গ্যাস থাকবে না ৮ ঘণ্টা

ঢাকা: গ্যাস লাইনে জরুরি প্রতিস্থাপনের জন্য রাজধানীর খিলগাঁও আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

 

এতে বলা হয়, খিলগাঁও থানার আওতাধীন দক্ষিণ গোড়ান শান্তিপুর ৭ নম্বর রোডের গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২৪ আগস্ট, (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।