ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সাভার বিদ্যুৎহীন থাকবে ১২ ঘণ্টা

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ৬, ২০২৪
সাভার বিদ্যুৎহীন থাকবে ১২ ঘণ্টা

সাভার (ঢাকা): উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে শিল্পাঞ্চল সাভারে আগামীকাল ১২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক বিষয়টি নিশ্চিত করেন।

পল্লী বিদ্যুৎ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (০৬ জুন) রাত ৩টা থেকে আগামীকাল শুক্রবার (০৭ জুন) দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাভারে আমিনবাজার থেকে নয়াহাট পর্যন্ত এলাকাগুলো এই আওতায় থাকবে।  

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মুশফিকুল হাসান জানান, উপকেন্দ্রের মেরামতসহ রক্ষণাবেক্ষণ কাজের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে। কারখানা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তির কথা চিন্তা করে এবার ভোর থেকে দুপুর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে কারখানা কর্তৃপক্ষ ও এলাকাভিত্তিক চিঠি দিয়ে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।