ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ সফল করতে সভা

স্টাফ করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ সফল করতে সভা

ঢাকা: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ও বিদ্যুৎ মেলা সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।



সভার সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়।

সভায় জানানো হয়, ৫ দিন ব্যাপী জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু হবে এবার ৭ ডিসেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ মেলা অনুষ্ঠিত হবে।

এবারের বিদ্যুৎ সপ্তাহে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম জনসাধারণকে জানানোর জন্য তুলে ধরা হবে।

মেলায় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি (সোলার প্যানেল, টান্সফরমার, ডিজিটাল ও প্রিপেইড মিটারসহ আধুনিক যন্ত্রপাতি) প্রদর্শিত হবে।

সভা শেষে মেলার বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য দুটি কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এআই/এসআরএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।