ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিরূপ আবহাওয়ায় চলছে লংমার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
বিরূপ আবহাওয়ায় চলছে লংমার্চ

লংমার্চ থেকে (মানিকগঞ্জ): রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা লংমার্চ মানিকগঞ্জ থেকে আরিচা অভিমুখে যাত্রা শুরু করেছ। সকালে বিরূপ আবহাওয়ায় তুমুল বৃষ্টির মধ্যেই লংমার্চে অংশগ্রহণকারীরা দিনের নির্ধারিত কর্মসূচি শুরু করে।



বেলা ১০টায় সকালের নাস্তা সেরে লংমার্চ ঘিওরের উদ্দেশ্যে দ্বিতীয় দিনের যাত্রা আরম্ভ করে। ঘিওরে দিনের প্রথম সমাবেশ হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ায় তা বাতিল হয়ে যায়। বর্তমানে লংমার্চ আরিচা অভিমুখে যাচ্ছে। আরিচাতেই দিনের প্রথম সমাবেশ আয়োজিত হবে বলে জানিয়েছে জাতীয় কমিটির সূত্র।

বৃষ্টিতে ভিজে গান গেয়ে গেয়ে পথ চলছেন লংমার্চে অংশগ্রহণকারীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে মহাসড়কের আশপাশের জনবসতি। পথিমধ্যে বিভিন্ন লোকালয়ে থেমে সমাবেশে বক্তৃতা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশবাসীকে সুন্দরবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন লংমার্চকারীরা।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
এনকে/এমজেএফ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।