ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পঞ্চগড়ে বিদ্যুৎ সপ্তাহ উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩

পঞ্চগড়: বিদ্যুতের অপচয় রোধ করি, আলেকিত বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বিদ্যুৎ সপ্তাহ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টার দিকে পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে একটি  র‌্যালি বের করা হয়।

র‌্র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ্ উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বিদ্যুৎ অপচয় রোধের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
আরএমআই/পিসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।