ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তিতাস গ্যাসক্ষেত্রে কূপ খনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রে আরো একটি নতুন কূপ (২৭ নম্বর) খনন কাজের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে অবস্থিত তিতাস গ্যাস ফিল্ডে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর এ কাজের উদ্বোধন করেন।



এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আবছার, তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী, জিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুর রহমানসহ কোম্পানির প্রকল্প পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুপটির খনন কাজ শুরু করবে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। এ খনন কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

খনন কাজ সম্পন্নের পর নতুন এই কূপ থকে দৈনিক গড়ে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘণফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

কূপ খনন কাজের প্রকল্প পরিচালক এ কে ফজলুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, কূপ খনন কাজের বাজেট ধরা হয়েছে ১১০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
পিসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।