ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফেনীতে ১২শ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ফেনীতে ১২শ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ

ফেনী: ফেনী সদর উপজেলার ১৩টি গ্রামের এক হাজার একশ ৭০টি পরিবারকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।



নতুন বিদ্যুৎ সংযোগের অধীন গ্রামগুলো হল, বালিগাঁও, আক্রামপুর, কুরুচিয়া, হকদি, চরহকদি, চর হুজুরি, সুন্দরপুর, মরুয়ারচর, ডোমরা, কাতালিয়া, মধুয়াই, বেতাগাঁও ও ধুমসাদ্দা।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু বকর ছিদ্দিকী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

দুই কোটি ৮৭ লাখ ৪৭ হাজার পাঁচশ টাকা ব্যয়ে প্রায় ২০ কিলোমিটার এ লাইন নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।