ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ, জ্বালানিতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
বিদ্যুৎ, জ্বালানিতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান

ঢাকা: বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ সরকারের সরাসরি বিনিয়োগে উৎসাহিত কর‍ার নীতির কথা তুলে ধরে তিনি বলেছেন, জ্বালানি খাতেও এই সুযোগ রয়েছে।



মঙ্গলবার, (১৪ এপ্রিল ২০১৫) সিংগাপুরে দেশটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ-আইই’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন নসরুল হামিদ।

আইই বাংলাদেশে এলএনজি টার্মিনাল স্থাপন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশের পর দেশটি সফর করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।  

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। আর এ বিশাল কর্মযজ্ঞে জ্বালানি খাতের থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আলোচনাকালে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও আইই- এর সহকারী নির্বাহী প্রধান কর্মকর্তা তান সুন কিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।