ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

খুলনা বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
খুলনা বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় অনশন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

খুলনা: খুলনা বিদ্যুৎ কেন্দ্র (খুবিকে) রক্ষার দাবিতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২) শাখার উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রতীকি অনশন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুবিকে গেটে প্রতীকি অনশন পালিত হয়।



প্রতীকি অনশনে সভাপতিত্ব করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২) খুবিকে সিবিএ’র শাখা সভাপতি শেখ আসলাম উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ বুলবুল কবির বুলুর পরিচালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমীর কুমার সরকারসহ শ্রমিক নেতারা।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, খুলনা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হলে এ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়বেন। একই সঙ্গে এ অঞ্চলের বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে ধাবিত হবে।

সুতরাং এ বিদ্যুৎ কেন্দ্র রক্ষা খুলনা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে খুলনার আপামর মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় খুলনাবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন।

এজন্য তারা এ অঞ্চলের জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা,এপ্রিল ২১,২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।