ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নাটোরে নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ৩, ২০১৫
নাটোরে নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের নতুন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন।

রোববার (৩ মে) বিকেলে এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন তিনি।



তেল ভিত্তিক (ফার্নেস ওয়েল) ৫২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটি শ্রীলংকার কোম্পানি রাজলংকা পাওয়ার ও বাংলাদেশের একটি কোম্পানি যৌথ মালিকানায় স্থাপন করেছে।

শহরের বড়ভিটা এলাকায় ২০১৩ সালের ১৬ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য শ্রীলংকার রাজলংকা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রটির নির্মাণ ব্যয় ধরা হয় চারশ’ কোটি টাকা।  

এটির প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০১৪ সালের জানুয়ারি মাসে।    কেন্দ্রটিতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ঘণ্টায় জাতীয় গ্রিডে সরবরাহ হয় ৫২ মেগাওয়াট বিদ্যুৎ।

কেন্দ্রটি চালু হওয়ায় পর থেকে এলাকার কৃষি ও শিল্প কলকারখানায় বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ০৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।