ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গাইবান্ধা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৫
গাইবান্ধা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গাইবান্ধা: শনিবার (২৪ মে) কালবৈশাখী ঝড়ে একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় গাইবান্ধা জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার দুপুর ২টা পর্যন্ত জেলার কোথাও বিদ্যুৎ  সরবরাহ ছিল না।

এরআগে শনিবার রাত ৯টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো জেলা।

পলাশবাড়ী আবাসিক প্রকৌশলী (আরই) আনছার আলী বাংলানিউজকে জানান, ঝড়ে রংপুর-ঢাকা মহাসড়ক ও পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের একাধিক স্থানে গাছসহ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গাইবান্ধা।

তিনি জানান, সঙ্কট মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চলছে। আজকের মধ্যে পলাশবাড়ী উপজেলা সদর ও সোমবারের মধ্যে সারাজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২৪, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।