ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ব্যয় সাশ্রয়ী বিদ্যুতের জন্য গবেষণার উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ব্যয় সাশ্রয়ী বিদ্যুতের জন্য গবেষণার উদ্যোগ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যয় সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুতের চাহিদা মেটাতে উদ্ভাবনী কৌশল নির্ধারণ, দৈনন্দিন কাজের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনসহ বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিল’ এর মাধ্যমে এ গবেষণা করা হবে।

এরই মধ্যে এই কাউন্সিল গঠনে জাতীয় সংসদে একটি বিল পাস করা হয়েছে।

কাউন্সিলের রূপরেখা নির্ধারণে মতবিনিময় সভারও আয়োজন করে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মঙ্গলবার(১৬ জুন) বিকেলে বিদ্যুৎ ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক  উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ সরকারি ও বেসরকারি জ্বালানি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিদ্যুতের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় বলা হয়- দ্রুত বর্ধন অর্থনীতির বাংলাদেশের জন্য প্রয়োজন টেকসই বিদ্যুৎ জ্বালানি। প্রয়োজন বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, নিরাপদ ও পরিবেশ বান্ধব বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা।

বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তিগত-অর্থনৈতিক-সামজিক ভারসাম্যপূর্ণ দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুতের চাহিদা মেটানো ও করণীয় নির্ধারণ, সাশ্রয়ী, উন্নত, নিরাপদ ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার ওপর গুরুত্ব তুলে ধরা হয় মতবিনিময় সভায়।

এসব বিষয়ে গবেষণার জন্য  ‘বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিল’ প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও জানানো হয়।

এ কাউন্সিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থীসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন।

কাউন্সিল প্রসঙ্গে সভায় তৌফিক এলাহি বলেন, ‘বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিল’ মূলত গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও অর্থায়ন করবে।

নসরুল হামিদ বিপু বলেন, ঘনবসতির বাংলাদেশে বিদ্যুতের চাহিদা মেটাতে আমাদের করণীয় নির্ধারণ, বিশ্বের প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত এসব নির্ধারণে কাজ করবে কাউন্সিল।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও  বাংলাদেশ এনার্জি রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ কাইকাস।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমইউএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।