ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফেনীতে গ্যাস সংকট, প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ফেনীতে গ্যাস সংকট, প্রতিবাদে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: গ্যাস সংকটের প্রতিবাদে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনী আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

রোববার (২৮ জুন) বেলা ১২টার দিকে এ বিক্ষোভ করেন তারা।



পরে তারা আঞ্চলিক ব্যবস্থাপকের কাছে এ ব্যাপারে স্মরকলিপি দেন।

স্মারকলিপিতে গ্রাহকরা উল্লেখ করেন, সারা বছরই ফেনী শহরে গ্যাসের সরবরাহ কম। রমজানে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বাভাবিক সময়ে সকালে গ্যাস চলে যেত, বিকেলে আসত। আর রমজানে সকাল ৮টায় চলে গিয়ে গ্যাস আসে রাত ৮টায়। এতে ইফতার ও সেহরি করতে ভোগন্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপক মো. আব্দুল কাদের বাংলানিউজকে জানান, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় এ সমস্যা হচ্ছে।

সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।