ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জয়পুরহাটে ২১৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
জয়পুরহাটে ২১৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ

জয়পুরহাট: সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের ডালিম্বা ও শিমুলিয়া গ্রামের ২১৪টি পরিবারে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে শিমুলিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী।



এ সময় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী, পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস, সদর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ফারুক হোসেন ও দোঁগাছী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।