ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কর্মী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কর্মী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও  কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া।



সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে যুগোপযোগী কর্মসূচি হাতে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। দেশে এখন আর লোডশেডিং নেই। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন শেখ হাসিনার সরকার।

জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও পৌর মেয়র প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গাজী মির্জা ফারুক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা গাজী আমিনুল ইসলাম, আসাদ উদ্দিন পবলু জাহাঙ্গীর হোসেন জুয়েল,  প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল খালেক, জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মী সমাবেশের আগে নেতারা সিরাজগঞ্জ পিডিবি কার্যালয় চত্বরে জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের নব নির্মিত কার্যালয় উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।