ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলা শুরু বৃহস্পতিবার

স্পেশাল করেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলা শুরু বৃহস্পতিবার

ঢাকা: আলোর প‌থে আরও এ‌গি‌য়ে- এ স্লোগা‌নে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিদ্যুৎ মেলা।
  
ওইদিন বঙ্গবন্ধু আন্ত‌র্জা‌তিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আনুষ্ঠা‌নিক উদ্বোধন করবেন রাষ্ট্রপ‌তি আবদুল হমিদ।



মেলা প্র‌তি‌দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই মেলায় সরকা‌রি-বেসরকা‌রি ১৬০টি প্র‌তিষ্ঠান অংশ নিচ্ছে।
 
বুধবার (০৯ ডিসেম্বর) মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী নসরুল হা‌মিদ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপ‌স্থিত রয়েছেন বিদ্যুৎ বিভা‌গের স‌চিব ম‌নোয়ার ইসলাম, পাওয়ার সে‌লের মহাপ‌রিচালক মোহাম্মদ হোসাইন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।