ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দেশের সবাই বিদ্যুৎ সুবিধা পাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
দেশের সবাই বিদ্যুৎ সুবিধা পাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: দেশের কোনো মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকবে না। প্রত্যেকেই বিদ্যু‍ৎ সুবিধা ভোগ করতে পারবেন।

প্রত্যন্ত যেসব অঞ্চলে এখনো বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যু‍ৎ পৌঁছে দেবে আওয়ামী লীগ সরকার।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশুজিয়া জেএনসি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশের মানুষ অন্ধকারে থাকবে না। জননেত্রী শেখ হাসিনা দেশ নিয়ে ভাবেন। সুতরাং কারো দুশ্চিন্তার কারণ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের জনগণকে অন্ধকারে থাকতে হবে না।

এরআগে দুপুরে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গেয়ে শতবর্ষপূর্তি ও পুনর্মিলনীর উদ্বোধন করেন নসরুল হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমূখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।