ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পরিবেশ দিবসে শেভরন বাংলাদেশের বৃক্ষরোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
পরিবেশ দিবসে শেভরন বাংলাদেশের বৃক্ষরোপণ

ঢাকা: বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশ।

 

 
পরিবেশের ভারসাম্য রক্ষায় সোমবার (১৩ জন) দুপুরে রাজধানীর রাজউক গুলশান সেন্ট্রাল পার্কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


 
কর্মসূচির উদ্বোধন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিওন। এতে কোম্পানির পরিচালক (অপারেশন) গর্ডন মুরে, পররাষ্ট্র পরিচালক নাসের আহমেদসহ ঢাকা হেডকোয়ার্টার্সের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেভিন লিওন বলেন, করপোরেট প্রতিষ্ঠান হওয়ার পরও শেভরন সব সময় বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সুরক্ষার কর্মসূচি নিয়ে থাকে। সেইসঙ্গে কর্মীদেরও এসব ব্যাপারে উৎসাহিত করে।

তিনি বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের ঘর তৈরি করাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিই। আমাদের কর্মীরাও সবসময় উদ্যমের সঙ্গে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
২০০৫ সাল থেকে শেভরন বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে এ পর্যন্ত তাদের উদ্যোগে ১ লাখ ৩০ হাজার গাছ লাগানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমসি/এমজেডআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।