ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রামপাল ইস্যুতে ইউনেস্কোর জবাব দেবে পরিবেশ অধিদপ্তর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
রামপাল ইস্যুতে ইউনেস্কোর জবাব দেবে পরিবেশ অধিদপ্তর ছবি: ডিএইচ বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ইউনেস্কোর উদ্বেগের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তাদের প্রস্তাবনার বিষয়ে পরিবেশ অধিদপ্তর দেখছে। তারাই জবাব দেবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
 
সরকার রামপাল থেকে সরে আসবে কি-না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা সরকারের বিষয়। এখনই মন্তব্য করার সময় আসেনি।  
নসরুল হামিদ বলেন, সরকার পরিবেশের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। সে কারণে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে পরিবেশের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাওয়ার হাবের সম্ভাব্য প্রভাব নিয়ে ভারতীয় কোম্পানির প্রস্তুতকৃত সমীক্ষা রিপোর্ট উপস্থাপন করা হয় সেমিনারে।  
 
প্রতিমন্ত্রী বলেন, এখন দশ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ভবিষ্যতে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। এজন্য অনেকগুলো পাওয়ার হাব তৈরি হবে।  যেসব স্থানে পাওয়ার হাব তৈরি হবে। সেখানে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে আগেই সমীক্ষা করা হবে।
 
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬/আপডেট ১৪০০ ঘণ্টা
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।