ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দ্বিতীয় দফায় অক্টোবরে কমছে জ্বালানি তেলের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
দ্বিতীয় দফায় অক্টোবরে কমছে জ্বালানি তেলের দাম

ঢাকা:  অক্টোবরে জ্বালানি তেলের দাম কমানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

প্রথম সপ্তাহে না হলে অক্টোবরের মধ্যেই দাম কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জ্বালানি তেলের ভেজালবিরোধী অভিযানে পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমলে ভোক্তাদের ওপর কি ধরনের প্রভাব পড়বে, সে বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। পরিবহন ভাড়া যাতে কমে সেদিকে নজর রাখা হয়েছে।  

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় গত ২৪ এপ্রিল পেট্রোল-অকটেন লিটারে ১০ টাকা ও ডিজেলের দাম ৩ টাকা দরে কমিয়ে ডিজেল-কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল ও অকটেন যথাক্রমে ৮৬ টাকা ও ৮৯ টাকা নির্ধারণ করা হয়।

দাম কমানোর আগে প্রতিমন্ত্রী বলেছিলেন, তিন ধাপে কমানো হবে জ্বালানি তেলের দাম। প্রথম দফায় লিটার প্রতি (পেট্রোল, অকটেন, ডিজেল) ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমানোর বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) প্রতি ব্যারেলের দাম উঠেছিলো ১২২ ডলার। সে বৃদ্ধির অজুহাতে ২০১৩ সালের ৪ জানুয়ারি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় বাংলাদেশে। তখন পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ানো হয়েছিলো।

বর্তমানে ক্রুড ‍অয়েলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে। প্রথম দিকে বলা হয়েছিলো, ‘বিপিসি আগে লোকসান দিয়েছে, সেগুলো পুষিয়ে নিক। একই সঙ্গে মনিটরিং করি। যদি দাম কমেই থাকে, তাহলে দেশেও দাম কমানো হবে’।

এর আগে গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম লিটার প্রতি ১৮ টাকা কমিয়ে ৪২ টাকা করা হয়। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি লিটার পেট্রোল-অকটেনের দাম পড়ছে ৫৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।