ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের আলোয় আলোকিত রৌমারীর ২৫৮ পরিবার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বিদ্যুতের আলোয় আলোকিত রৌমারীর ২৫৮ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত রৌমারীর ২৫৮ পরিবার

রৌমারী (কুড়িগ্রাম): নতুন বছরের প্রথম দিনে বিদ্যুতের আলোয় আলোকিত হলো কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর বারবান্দা গ্রামের ২৫৮টি পরিবার।

রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে সুইচ অন করে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন-জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পরিষদের সচিব মেসবাহুল হক তুহিন, বকশীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল জলিল, ওয়্যারিং পরিদর্শক শফিকুল ইসলাম, সাংবাদিক সুজাউল ইসলাম সুজা, স্থানীয় ইউপি সদস্য আরশাদ আলী হেলাল প্রমুখ।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, তিন কিলোমিটার দীর্ঘ এ লাইন নির্মাণে সরকারের ৪২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।