ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কমিটি গঠন

সিলেট: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভায় সমিতি বোর্ডের পরিচালকদের ভোটে ২০১৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বিয়ানীবাজার এলাকার পরিচালক হানিফ আহমদ সভাপতি, বিশ্বনাথ এলাকার পরিচালক ইমরান আহমদ সহ-সভাপতি, গোলাপগঞ্জ এলাকার পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ সচিব, ফেঞ্চুগঞ্জ এলাকার পরিচালক কামরানুল ইসলাম কামরান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় ২৬তম সভা শুরু হয়ে বেলা দেড়টায় প্রথম অধিবেশন শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়া।

গোলাপগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) সুজিত কুমার বিশ্বাস ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) এম এস মৃণাল কান্তি চৌধুরী যৌথভাবে সভা পরিচালনা করেন।

বার্ষিক সাধারণ সভায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের বাণী পাঠ করে শোনান আরইবি সিলেটের নির্বাহী প্রকৌশলী (অপারেশন) জাহাঙ্গীর আলম।

দ্বিতীয় পর্যায়ে শপথ গ্রহণ ও সমিতি বোর্ডের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।