ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার বাগমারায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

রাজশাহী: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া স্কুল মাঠে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ এবং উপকেন্দ্রের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ প্রকল্পের আওতায় প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে বাগমারা হাটগাঙ্গোপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রের ‍অধীনে ৩০ বর্গকিলোমিটার এলাকার লোকজন বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

হাটগাঙ্গোপাড়ার বিদ্যুৎ উপকেন্দ্রের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাগমারায় চলতি বছরের মধ্যেই শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ।

তিনি বলেন, জোট সরকারের আমলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং থাকত। তা আমরা কমিয়ে শূন্যের কোটায় আনতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না, জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দরিদ্র ও ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নে কাজ করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য।

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এমডি ফায়সাল হক জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান সান্টু, পিপি ইব্রাহিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে প্রতিমন্ত্রী ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।