ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিন ইউনিটে উৎপাদন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিন ইউনিটে উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লেগে বন্ধ হয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর তিনটি ইউনিটের উৎপাদন ফের শুরু হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেল পাঁচটা থেকে বন্ধ থাকা ইউনিটগুলো ফের উৎপাদন শুরু করে।

চালু হওয়া ইউনিটগুলো হলো- ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ), ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএসএম সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লেগে যায়। এতে বিদ্যুৎকেন্দ্রের ওই তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং জাতীয় গ্রিডে ৭৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে ব্যাহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।