ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া: কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটির কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে ২টির উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে ৪নং ইউনিট ও ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বুধবার রাত ৮টার দিকে ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটি দেখা দেয়।

ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৩নং ও ৪নং এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরে নিজস্ব প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো সচল করার জন্য কাজ শুরু করেন। বন্ধ হওয়া ২টি ইউনিট চালু করলেও জাতীয় গ্রিডে চাহিদা না থাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ৩নং ইউনিটের উৎপাদন আপাতত বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।