ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পুড়েছে বড়পুকুরিয়ার ৫ কোটি টাকার ট্রান্সফরমার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ২, ২০১৭
পুড়েছে বড়পুকুরিয়ার ৫ কোটি টাকার ট্রান্সফরমার

পার্বতীপুর (দিনাজপুর): জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ার দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কোটি টাকার একটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪ টার দিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভোল্টেজের কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পনির বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের ১৩২/৩৩ কেভি’র (কিলো ভোল্ট) একটি ট্রান্সফারমারে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে পার্বতীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা আগুন নেভায়। কিন্তু ততক্ষণে আনুমানিক পাঁচ কোটি টাকার ট্রান্সফারমারটি পুড়ে যায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটই বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা পর্যন্ত ইউনিট দু’টি চালু করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।