ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বেনাপোলে ৫৫৫ পরিবারে জ্বললো বিদ্যুতের আলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বেনাপোলে ৫৫৫ পরিবারে জ্বললো বিদ্যুতের আলো বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানের খণ্ডচিত্র। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের বাহাদুরপুর গ্রামের ৫৫৫টি পরিবারে জ্বললো বিদ্যুতের আলো। এ নিয়ে এলাকায় উৎসবের হাওয়া বইছে।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দিন।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, একই সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (শার্শা) এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোয়ারাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম দ্বীনু, বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১’র পরিচালক ফিরোজ আহম্মেদ প্রমুখ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আফিল উদ্দিন বলেন, আমাদের ঘরকে আলোকিত করতে বিদ্যুতের যেমন আলো প্রয়োজন। তেমনি মানুষের জীবনকে উজ্জ্বল করতে লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার উচিৎ এই বিদ্যুতের অপচয় না করে শিক্ষার কাজে ব্যয় করা। আমাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এজেডএইচ/এমএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।