ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নরসিংদীসহ ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
নরসিংদীসহ ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

নরসিংদী: নরসিংদী সদরসহ দেশের ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিদ্যুতের স্বপ্ন দেখেছিলেন।

সেই ধারাবাহিকতায় তিনি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে মৌলিক চাহিদা হিসেবে চিহ্নিত করে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি বলেন, বিদ্যুৎ আমাদের উন্নয়নের চাবিকাঠি। আর সে লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার বিদ্যুতের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নরসিংদীর সব স্তরের জনগণ, জনপ্রতিনিধি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ বিতরণী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এ কাজ বাস্তবায়িত হয়েছে।  

প্রধানমন্ত্রীর আদেশে নরসিংদীসহ যে ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত উপজেলা উদ্বোধন করা হচ্ছে তা হলো-মোল্লাহাট, ফকিরহাট, হাকিমপুর, কোটচাঁদপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট সদর, ভেড়ামারা, ভৈরব, সীতাকুন্ড, নরসিংদী সদর।

বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দিতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুতায়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে প্রতি মাসে ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বাপবিবো ৩ থেকে ৪ লাখ নতুন গ্রাহক সংযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আলোর পথে যাত্রা শুরুর লক্ষ্যে ’৯৬ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন বিদ্যুৎসহ দেশের উন্নয়নে কাজ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করি। মানুষ ভালভাবে বাঁচার স্বপ্ন দেখছে। বিদ্যুতের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ৭৮ ভাগ মানুষ আজ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, যা বহুমুখী ব্যবহারের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করছে। এ ক্ষেত্রে সোলার এনার্জি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উল্লেখযোগ্য। এসময় তিনি বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

নরসিংদী সদর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ৩৮২ কোটি টাকা ব্যয়ের প্রকল্প নির্ধারিত হয়েছে। এ উপজেলায় ১৭৮০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণির প্রায় ১,৮৭,৬১৭ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি সফলভাবে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতাধীন ২১৪ বর্গ কিলোমিটার এলাকায় ১৪টি ইউনিয়ন, ২টি পৌরসভা, ৩১২টি গ্রামসহ মোট নির্মিত লাইন হয়েছে ১৭৮০ কিলোমিটার।

এছাড়াও ১,৮৭,৬১৭ জন গ্রাহকের মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ১,৬৭,১৮২, বাণিজ্যিক গ্রাহক রয়েছে ১০,২৭০, সেচ গ্রাহক রয়েছে ১৩৯৭, শিল্প গ্রাহক রয়েছে ৭০৮০ ও অন্যান্য গ্রাহক রয়েছে ১৬৮৮ জন। অপরদিকে পিক ডিমান্ড ১৫৭ মেগা ওয়াট, সিস্টেম লস ৮ শতাংশসহ ১ মাস বকেয়া বাকী রয়েছে বলে জানা যায়।
 
উল্লেখ্য, ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ কার্যক্রমে দেশব্যাপী অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে বাপবি বোর্ডের গ্রাহক সংখ্যা ১ কোটি ৫৮ লাখ। যা দেশের মোট ২ কোটি ১৮ লাখ গ্রাহকের মধ্যে ৭২ শতাংশ এবং বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির হার ৭০ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলে “শতভাগ বিদ্যুতায়ন করার যে উদ্যোগ নেয়া হয়েছে, ইতোপূর্বে এমন কোনো উদ্যোগ কোনো সরকার নেয়নি, শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে”।

এসময় উপস্থিত ছিলেন- নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু বীরপ্রতিক, বেলাব ও মনোহরদীর সংসদ সদস্য হুমায়ুন মজিদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মেয়র কামরুজ্জামান কামরুল, পুলিশ সুপার আমেনা বেগম, প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।