ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

যশোরে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
যশোরে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে জরিমানা যশোরে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে জরিমানা- ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শহরের পুরাতন কসবা এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে তিনটি বাসা-বাড়িতে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন এ জরিমানার আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পুরাতন কসবা সেবা সংঘ বিদ্যালয় এলাকার আমজেদ হোসেন, একই এলাকার নাসরিন সুলতানা ও শহিদুল ইসলাম।

 

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল আহম্মেদ বাংলানিউজকে বলেন, শহরের পুরাতন কসবা এলাকার সেবা সংঘ বিদ্যালয়ের পাশ্ববর্তী দু’টি বাড়িতে দীর্ঘদিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সঞ্চালন লাইন থেকে সরাসরি তারের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আসছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসলে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়ে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়।  

এ সময় আমজাদ হোসেনকে দুই হাজার, নাসরিন সুলতানাকে ১৫ হাজার এবং শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ওজোপাডিকো উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল করীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।