ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঝিনাইদহ-রাজবাড়িতে বিদ্যুতের নতুন গ্রিড সাবস্টেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ঝিনাইদহ-রাজবাড়িতে বিদ্যুতের নতুন গ্রিড সাবস্টেশন পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন ও সিমেন্স কনসোর্টিয়ামের পক্ষে হেড অব ট্রান্সমিশন সলিউশন মো. আসাদুজ্জামান চুক্তিপত্রে সই করেন

ঢাকা: ঝিনাইদহ ও রাজবাড়ি জেলায় বিদ্যুতের নতুন গ্রিড সাবস্টেশন নির্মাণ এবং গোপালগঞ্জ ও খুলনার গল্লামারীতে বিদ্যমান সাবস্টেশন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। 

এ লক্ষ্যে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় পিজিসিবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সিমেন্স ইন্ডিয়া ও সিমেন্স বাংলাদেশের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।  

সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হলে সংশ্লিষ্ট এলাকায় স্থিতিশীল ও গুণগত মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দু’টি সাবস্টেশন নির্মাণ ও দু’টি সাবস্টেশনে সম্প্রসারণ কাজে সম্মিলিতভাবে প্রায় ১৭১ কোটি টাকা ব্যয় হবে। ঝিনাইদহে ২৩০/১৩২ কেভি এবং রাজবাড়িতে ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সাবস্টেশন নির্মাণ করা হবে। গোপালগঞ্জ ও গল্লামারী সাবস্টেশন দু’টি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন।

চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে কাজগুলো সম্পন্ন করে সাবস্টেশনগুলো পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে সিমেন্স।  

অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং সিমেন্স কনসোর্টিয়ামের পক্ষে হেড অব ট্রান্সমিশন সলিউশন মো. আসাদুজ্জামান চুক্তিপত্রে সই করেন।  

এ সময় পিজিসিবি ও সিমেন্স উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।