ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পাওয়ার সেক্টর ডিপ্লোমা প্রকৌশলীদের কঠোর আন্দোলনের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১১
পাওয়ার সেক্টর ডিপ্লোমা প্রকৌশলীদের কঠোর আন্দোলনের হুমকি

ঢাকা: নভেম্বরের মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে পাওয়ার সেক্টর কোম্পানি ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ পরিষদ।

মঙ্গলবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।



বক্তারা বলেন, আমাদের এ আন্দোলন সরকার কিংবা কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়। আমাদের ন্যায্য এ দাবি আশা করি সরকার যথা সময়ে বাস্তাবায়ন করবে।

তার উল্লেখ করেন, গত রোববরা সরকার ৪ দফার মধ্যে ২ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। আমরা আশা করব সরকার খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এ ঘোষণা বাস্তবায়ন করবে।

আয়োযক সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খান এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।