ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

গাজীপুর: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি।

দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি আহম্মেদ আলী রুশদী, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম, সাখাওয়াত হোসেন সবুজ, জয়নাল আবেদীন তালুকদার, মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, হুমায়ুন কবির রাজু, মোশারফ হোসেন, কুতুব উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।



সমাবেশে বক্তরা বলেন, ‘এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। ’

তারা আরো  বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় এমনিতেই মানুষ নাকাল। এরপর আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষ চরম হতাশায় পড়েছে। ’
                                 
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।